Date: 04/05/2024
Effective Date: 04/05/2024 - 09/05/2024
<p>এতদ্দ্বারা দারুন্নাজাত মডেল মাদ্রাসা বরিশাল-এর সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবহাওয়া পরিস্থিতির কাঙ্খিত উন্নতি না হওয়ায়, চলতি সপ্তাহেও সকাল ৮ : ৩০ মিনিট থেকে ১০ : ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। কিছু ছাত্র শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রথম সাময়িক পরীক্ষা ৮ই মের পরিবর্তে আগামী ১৫-৫- ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। যে সকল সাবজেক্ট এর সিলেবাস কমপ্লিট হয়েছে, সে সকল সাবজেক্টের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পাঠ শুরু হবে। আগামী ৭ ই মে রোজ মঙ্গলবার, পরীক্ষা প্রস্তুতি সহায়িকা ও বিতরণ করা হবে। যা ২০ টাকার বিনিময়ে গ্রহণ করা যাবে। আগামী ১০ই মে ২০২৪ তারিখের মধ্যে মাদ্রাসার বেতন, কোচিং ফি ও পরীক্ষার ফিসহ সকল পাওনা পরিশোধ করার জন্য বলা হলো। মুফতি মাহমুদুল হাসান, মুহতামিম, দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশাল।</p>