দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশাল, একটি প্রাইমারি লেভেলের মাদ্রাসা। যেখানে আপাতত হিফজ ও নূরানী বিভাগ চলমান রয়েছে। হিফজ বিভাগের অধীনে - (১) নাজিরা বিভাগ (২) হিফজ বিভাগ (৩) হিফজ রিভিশন বিভাগ, নূরানী বিভাগের অধীনে - (১) প্লে জামাত (২) নার্সারি জামাত (৩) প্রথম জামাত (৪) ও দ্বিতীয় জামাত এবং স্বতন্ত্র বালিকা হিফজুল কোরআন মাদ্রাসা চলমান রয়েছে।
দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশাল, প্রতি খ্রিষ্ট বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর হিসেবে সেশন পরিচালনা করে। সুতরাং প্রতিবছরের নভেম্বর মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু করে। নতুন ছাত্রদের ভর্তি ফি ১৫০০ টাকা, এবং পুরাতন ছাত্রদের সেশন চার্জ ১০০০ টাক। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যে কোন সময় ভর্তি হওয়া যায়। দারুননাজাত মডেল মাদ্রাসার ভর্তিসহ সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়