Date: 04/02/2024
Effective Date: 04/02/2024 - 05/02/2024
<p>এতদ্দ্বারা দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশালের সকল ছাত্র শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫/২/২০২৪, রোজ সোমবার, দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশালের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। স্থান: প্লানেট পার্ক ও মডেল মসজিদ বরিশাল। তাই সকল ছাত্রকে সকাল ৯:০০ টার মধ্যে নির্ধারিত ড্রেস পরিধান করে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বলা হলো। সকাল ৯ টা ৩০ মিনিটে বাসের মাধ্যমে যাত্রা শুরু করে ১১:৩০ মিনিট থেকে ১২:০০ টার মধ্যে মাদ্রাসায় ফিরে আসা হবে। কোন অভিভাবক যেতে চাইলে নিজ দায়িত্বে অটোতে যেতে পারবেন। মুফতি মাহমুদুল হাসান, মুহতামিম দারুননাজাত মডেল মাদ্রাসা বরিশাল।</p>