Date: 29/01/2024
Effective Date: 29/01/2024 - 04/02/2024
<p>এতদ্দ্বারা দারুননাজাত মডেল মাদরাসা বরিশাল এর সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান তাপমাত্রা বৃদ্ধির কারণে, দারুন্নাজাত মডেল মাদরাসা বরিশাল, আগামী ২৯শে জানুয়ারি ২০২৪ , রোজ সোমবার থেকে প্রতিদিন সকাল ০৯:০০টা থেকে ক্লাস শুরু হয়ে ১২:০০ টা পর্যন্ত চলবে। সকাল ১০:৪৫ মিনিটে টিফিন টাইম দেয়া হবে।আগামী ৩০ ও ৩১ জানুয়ার, রোজ সোম ও মঙ্গলবার ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতার রিহার্সেল , বুধ ও বৃহস্পতিবার, ক্রিড়া প্রতিযোগিতা রিহার্সেল, আগামী ৩রা ও ৪টা ফেব্রুয়ারি, শনি ও রবিবার যথাক্রমে সংস্কৃতি প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে । আগামী ৫ই ফেব্রুয়ারি,রোজ সোমবার সকাল ৯ টায় শিশুদেরকে নিয়ে প্ল্যানেট পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হব। সংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রিড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে যা আগামী ১লা ফেব্রুয়ারি-২০২৪ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। মুফতি মাহমুদুল হাসান, মুহতামিম, দারুন্নাজাত মডেল মাদ্রাসা বরিশাল।</p>