Notice-Details

প্রাকৃতিক দুর্যোগকালীন ছুটি

Date: 09/07/2025

Effective Date: 09/07/2025 - 12/07/2025

বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের ফলে, তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে, মাদ্রাসার যাবতীয় কার্যক্রম আগামী ১১-৭-২০২৫, রোজ শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। আবহাওয়ার উন্নতি হলে আগামী ১২-৭-২০২৫,রোজ শনিবার, থেকে মাদ্রাসার কার্যক্রম যথাযথভাবে চলবে। দ্বিতীয় মাসিক পরীক্ষার তারিখ নতুন করে ঘোষণা করা হবে এবং  দৈনিক একটি লিখিত ও একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে চারদিনে পরীক্ষার সমাপ্ত করা হবে। মুহতামিম।